সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফরিদপুর জেলা সংসদ।
সমাবেশে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার জোর দাবী জানানো হয়। এছাড়া বিভিন্ন জেলায় সংঘটিত নারী নির্যাতনে জড়িত অপরাধীদের গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।
সমাবেশে উদীচীর জেলা সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক চৌধুরী হাফিজুর রহমান মিন্টু, সহসভাপতি ডাঃ দিলীপ রায়,ফরিদপুর সাহিত্য সংস্কৃতি উন্নয়ন সংস্থার সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, বাউলসাধক আজমল শাহ সিপিবি জেলা সম্পাদক অরুণ কুমার শীল,
সাবেক যুব ইউনিয়ন নেতা বেলায়েত হোসেন , উপমা দত্ত প্রমুখ ।
এসময় আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী ইন্জিনিয়ার জাহিদুল ইসলাম এবং প্রতিবাদী সংগীত পরিবেশন করেন শ্যামল দাস।