• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে ডাকাতি হওয়া ১০ গরু উদ্ধার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চরহরিরামপুর ইউনিয়নের শালেপুর গ্রামের মোকছেদ মৃধা ও আঃ রব মিয়া দুই গৃহস্থ পরিবার থেকে ১০ গরু ডাকাতি হওয়ার একদিন পর গত সোমবার সন্ধায় গরুগুলো উদ্ধার করেছেন থানা পুলিশ। মানিকগঞ্জ জেলার শিবালয় থানা পুলিশ অন্যায়পুর এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে চরভদ্রাসন থানার এসআই আওলাদ হোসেনের কাছে হস্তান্তর করেন। উদ্ধারের পর ক্ষতিগ্রস্থ্য পরিবার দু’টি গরু নিয়ে বাড়ী ফিরেছে।

জানা যায়, গত শনিবার দিবাগত গভীর রাতে ১৭/১৮ জনের স্বশস্ত্র ডাকাতদল গৃহস্থ পরিবারের সদস্যদের মারধর করে হাত পা বেঁধে দুই পরিবার থেকে ১০টি পালের গরু নিয়ে উধাও হয়। ডাকাতরা পরের দিন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার অন্যায়পুর নামক এলাকার পদ্মা পারে গরুগুলো নিয়ে একটি গরু বিক্রির জন্য পয়তারা করতে থাকে। এ সময় উক্ত এলাকাবাসী সন্দেহবশত শিবালয় থানায় খবর দেন। দুর্বৃত্তরা পুলিশ দেখে গরুগুলো ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। ফলে কোনো ডাকাতকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। শুধুমাত্র গরুগুলো উদ্ধার করে শিবালয় থানা হেফাজতে রাখা হয়। পরে চরভদ্রাসন থানায় এসআই আওলাদ হোসেনের কাছে গরুগুলো হস্তান্তর করা হয়। ক্ষোয়া যাওয়া গরুগুলো ফিরে পেয়ে গৃহস্থ মোকছেদ মৃধা বলেন, “ গরুগুলো ফিরে পেয়েছি, আমি আর কারো বিরুদ্ধে মামলা করতে চাই না”।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।