সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ শহিদুল ইসলামের নৌকার বিজয়ের লক্ষে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুবন এলাকায় নির্বাচনী অফিসে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভা জামে মসজিদের পেশ ইমাম রাসেল বীন সিরাজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন ডাঃ সুলতান আহম্মদ, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ ওয়াদুদ, মাওলানা আবুল হুসাইন, মাওলানা লতিফুর রহমানসহ প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধসহস্রাধিক ইমাম ও মোয়াজ্জিনসহ আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।