নেত্রকোনায় নৌকাডুবিতে : মৃত্যু এ পর্যন্ত ১৪ জন
নেত্রকোনার কমলাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার হয়, তারপর জানা আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। সবশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত নৌকাটির ৩ জন তীরে উঠে এসেছে বলে জানা গেছে। এখনও আরও অনেকে রয়েছে নিখোঁজ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বেলা ১১টার দিকে উপজেলার রাজনগর এলাকায় গুমাই নদীতে বালুবাহী নৌকার সঙ্গে সংঘর্ষ ঘটলে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। ঘটনার পরই স্থানীয়রা ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন।