আলীপুরবাসীর উদ্যোগে মৃত্যুবরনকারী সকলের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ 4 বছর আগে
235 বার দেখা হয়েছে
০
আলীপুরবাসীর উদ্যোগে মৃত্যুবরনকারী সকলের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের আলীপুরের কৃতি সন্তান মরহুম এস এম নূরুন্নবী, হাসিবুল হাসান লাবলু, নাসিরউদ্দিন খান দুলাল, নাজমুল হাসান নসরু, মেজবাউর রহমান খান মিরোজ, মাহাবুবুর রহমান খানসহ এলাকার মৃত্যুবরনকারী সকলের আত্মার শান্তি কামনায় আজ বাদ আসর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলীপুরবাসীর আয়োজনে এবং সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের পরিচালনায় শুক্রবার বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলীপুর মহল্লার গন্যমান্য ব্যক্তি ও পরিবারবর্গ । দোয়া মাহফিলে আলীপুর মহল্লার সকল পর্যায়ের সুধিজন উপস্থিত ছিলেন।