করোনায় খাদ্য সহায়তা দিতে
বোয়ালমারীতে ১০ টাকা চালের বিক্রয় কেন্দ্র উদ্বোধন
করোনায় খাদ্য সহায়তা দিতে
বোয়ালমারীতে ১০ টাকা চালের বিক্রয় কেন্দ্র উদ্বোধন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় বৃহস্পতিবার (০৯.০৪.২০) সকাল ১১টায় করোনা পরিস্হিতিতে খাদ্য সহায়তা দিতে উপজেলা পরিষদ চত্বর ও নিউমার্কেট এলাকায় ১০টাকা চালের ২টা বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ। এ সময় উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মাসুদুর রহমান। জানা যায়, সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিনদিন সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বোয়ালমারী পৌরসভার ভিক্ষুক, ভবঘুরে, হিজড়া, দিনমজুর, রিক্রাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার ও সকল কর্মহীন মানুষের মাঝে বিশেষ ওএমএস কর্মসূচির মাধ্যমে এ চাল বিক্রয় করা হবে। একজন ভোক্তা সপ্তাহে একবার প্রতি কেজি ১০ টাকা মূল্যের ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন।