মনির মোল্লা সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়াকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ালেন টেলিফোন মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ তোতা মিয়া।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ইউনিয়নের ইউসুফদিয়া হাসপাতাল মাঠে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নুর মোহাম্মদ তোতা মিয়ার সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়া, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া, উজ্জল মাতুব্বার, মান্নান মেম্বারসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এসময় নুর মোহাম্মদ তোতা মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মার্কা নৌকা মার্কা । কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর মার্কা নৌকা মার্কা। উন্নয়নের মার্কা নৌকা মার্কা। এই নৌকা মার্কাকে শ্রদ্ধা জানিয়ে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়াকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাড়ালাম। সেই সাথে আমি নৌকা মার্কায় ভোট দিয়ে ফকির মিয়াকে বিজয়ী করবো ইনশাল্লাহ।