• ঢাকা
  • মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং
ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বৃক্ষ রোপন

মুজিব বর্ষ উপলক্ষে মাস ব্যাপী বৃক্ষ রোপনের কর্মসূচি পালন করল রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর থেকে বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু করে। উপজেলা পরিষদ ছাড়াও ভবানীগঞ্জ পৌরসভার মূল মূল রাস্তা গুলোতে বিভিন্ন প্রজাতীর গাছের চারা রোপন করে।

মুজিববর্ষ উপলক্ষে গত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে তারা বৃক্ষ রোপনের কার্যক্রম হাতে নেন। প্রথমে ছাত্রলীগের নেতৃবৃন্দরা ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ চত্বর, কলেজের আশে পাশের রাস্তা গুলোতে বিভিণ্ন প্রজাতীর গাছের চারা রোপন করে। বৃহস্পতিবার তারা উপজেলা চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে মাস ব্যাপী বৃক্ষ রোপনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে।

বৃক্ষ রোপনের সময় উপস্থিত ছিল. জেলা ছাত্রলীগের সহসভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন রাবিক, রবিউল ইসলাম, উজ্জল হোসেন, নাহিদুল ইসলাম নাহিদ, তিতাস আহম্মেদ, হাবিবুর রহমান হাবিব,রনি প্রমুখ।

বৃক্ষ রোপনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হলেও পরবর্তিতে সুযোগ বুঝে আবারো বৃক্ষ রোপনের কার্যক্রম পরিচালনা করতে পারে বলে ভবানীগঞ্জ সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন ও সাধারন সম্পাদক আব্দুল মজিদ জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।