মধুখালি,ফরিদপুর প্রতিনিধিঃ-
হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির সাহেব এর পক্ষ থেকে ৮নং কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে আল আসমাউল হুসনা মডেল মহিলা মাদ্রাসায় ৩বান টিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান সেক,সিনিয়র সহ-সভাপতি- মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সৈয়দ মোঃ ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদকঃ মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন। আরো উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঃ জলিল সরদার,মীর ইন্তাজ আলী, মোঃ খোরশেদ সেক,মোঃ ওহাব সেক,মোঃ আফতাব সরদার,মোঃ তারাপদ ব্যাপারি, মোঃ কাদের সেক,মোঃ ইয়ামিন আলী, মাওলানা ক্বারী মোঃ মামুন কবিরসহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।মোঃ ইব্রাহিম আলী বলেন,আলমগীর কবির একজন সত্যিকারের মানবতার ফেরিওয়ালা।আলমগীর কবির সাহেব আল আসমাউল হুসনা মডেল মহিলা মাদ্রাসায় ৩বান টিন প্রদায় করায় উপস্থিত সবাই তার পরিবারের জন্য দোয়া করেছেন।সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ রাকিবুল হোসেন রনি,প্রচার সম্পাদক,মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন।