• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
ভাঙ্গায় জোড়া খুনের ঘটনায় থানায় মামলা

ফাইল ছবি

মোঃ রমজান সিকদার ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-৯/৪/২২

ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামে ৩ মোটরসাইকেল আরোহীর উপর সন্ত্রাসী হামলায জোড়া খুনের ঘটনায় ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকান্ডের ২দিন পর আজ শনিবার দুপুর ১টার সময়ে মামলাটি দায়ের করেন নিহত কামরুল মাতব্বর এর ভাই রুবেল মাতুব্বর। ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জানায় ১৯ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আসামিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পোদ্দার বাজার হতে ৩ মোটর সাইকেল আরোহী বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলার শিকার হয় । এতে মোটর সাইকেলের দুই আরোহী সোলায়মান শরীফ ও কামরুল মাতুব্ববর নামে দুজন নিহত হন। আহত হন অপর আরোহী আমিনুল ইসলাম।

উল্লেখ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ২জনকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। জোড়া খুনের খবর পেয়ে পরেরদিন ঘটনাস্থলে পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। তবে শনিবার দপুর পর্যন্ত এ মামলায় কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ জানিয়েছে। হত্যাকান্ডের পর জানদি গ্রামের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জানান, এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।