ঢাকা, ৯ মে ২০২০
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের সদস্য, স্বাধীনতার অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধানের অন্যতম স্বাক্ষরকারী, আওয়ামী লীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য, সাংবাদিক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান রেজা-এর মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পীকার ওয়ালিউর রহমান রেজা-এর রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, ঢাকাস্থ নিজস্ব বাসভবনে আজ শনিবার ভোর চারটায় হৃদরোগ ও ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
এছাড়া, ওয়ালিউর রহমান রেজা-এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।