• ঢাকা
  • শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং
বোয়ালমারীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ঘাতক স্বামী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী বক্কার শেখকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (০৯ অক্টোবর) বিকাল ৪ টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পটির কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার ওই ঘাতক স্বামীকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বক্কার শেখ জেলার বোয়ালমারী উপজেলার সাতপাড়া এলাকার মান্নান শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ জানায়, স্বামী বক্কার শেখের সঙ্গে স্ত্রী জিয়াসমিনের ১৫ পূর্বে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে জিসান শেখ (১২) ও মুসলিমা (০৪) নামে দুটি সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকে স্ত্রী জিয়াসমিনকে যৌতুকের জন্য বিভিন্নভাবে শারীরিক নির্যাতন ও চাপ প্রয়োগ করতে থাকে। এরই ধারাবাহিকতায় স্বামীর বাড়ি থেকে গত ১লা অক্টোবর গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় জিয়াসমিনের শরীরের বিভিন্ন স্থানে মারত্বক জখমের চিহ্ন পায় পুলিশ। পরে এ ঘটনায় মৃত জিয়াসমিনের বাবা আজিজার মোল্লা বাদী হয়ে বোয়ালমারী থানায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, হত্যা মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে চলে যায় স্বামীসহ এ মামলার অন্য আসামীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী বক্কার শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাবের এ কোম্পানি অধিনায়ক।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
তাং: ০৯-১০-২০২৩ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।