ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
সনতচক্রবর্ত্তীঃফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাতৈর ইউনিয়নে প্রেমতার গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শেফালী বেগম প্রেমতারা গ্রামের বাবলু সেকের স্ত্রী।
মঙ্গলবার ( ৯ আগষ্ট ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে একটি বাঁশ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী থানা স্বাস্থ কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক (অতসী বিশ্বাস) শেফালী বেগমকে মৃত ঘোষণা করেন।