ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) “রোটার্যাক্ট ক্লাব অব ইসলামীক ইউনিভার্সিটি”(কুষ্ঠিয়া ওয়েস্ট) এর ২০২০-২০২১ রোটাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ কমিটির অনানুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোটা.রায়হান বাদশা রিপন এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের ছাত্র রোটা.ইবনুর রহমান তুহিন।
এ কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রোটা.আব্দুর রউফ এবং রোটা.নারগিস পারভীন, যুগ্ম- সম্পাদক রোটা.আলমগীর হোসেন,রোটা.সাব্বির মাহমুদ এবং রোটা.মুজাহিদুল ইসলাম মোরশেদ, কোষাধ্যক্ষ রোটা.জামিউল ইকবাল,সহ-কোষাধ্যক্ষ রোটা.নুসরাত জাহান,ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা.বিথী আক্তার,অ্যাসিস্ট্যান্ট ক্লাস সার্ভিস ডিরেক্টর রোটা. শবনম আক্তার লাবনী,প্রফেসনাল ক্লাব সার্ভিস ডিরেক্টর সাদিয়া সুলতানা,অ্যাসিস্ট্যান্ট প্রফেসনাল ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা. আব্দুর রাজ্জাক, ইন্টারন্যাশনাল ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা.মনজুরুল ইসলাম নাহিদ,অ্যাসিস্ট্যান্ট ইন্টারন্যাশনাল ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটা.জিয়াউর রহমান আরিয়ান,কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটা.শাকিল আহম্মেদ,অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটা.শামিম আহমেদ শুভ,সম্পাদক রোটা.তারিকুল ইসলাম,সহ-সম্পাদক রোটা.আবু তালহা আকাশ,সার্জেন্ট এ্যাট আর্মস রোটা.রাশিদুল ইসলাম,অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট এ্যাট আর্মস রোটা.আবদুল্লাহ আল গালিব,সদস্য নির্বাচন কমিটির চেয়ারম্যান রোটা.আখতার হোসেন আজাদ স্থান পেয়েছেন।
সভাপতি রোটা.রায়হান বাদশা রিপন বোর্ডের সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য,গত ২৫ শে এপ্রিল তারিখ মূল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।