• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ফরিদপুরে আগামীকাল থেকে স্বল্প পরিসরে দোকান খুলবেন ব্যবসায়ীরা

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে ব্যবসায়ীদের সভা

আগামীকাল রবিবার থেকে ফরিদপুরে স্বল্প পরিসরে দোকান খুলবেন ব্যবসায়ীরা। শনিবার দুপুরে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের শর্তাবলী মেনেই দোকান খুলতে চান তারা। এ সময় তাদের যেন হয়রানি না করা হয় সে বিষয়ে বিবেচনার অনুরোধ জানান ব্যবসায়ীরা।

ফরিদপুরের চকবাজার ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় আমরা ক্ষতির মুখে পড়েছি। ঈদের আগে দোকান বন্ধ রাখলে আমাদের ব্যবসা – বাণিজ্য আরও ঝুঁকির মধ্যে পরতে হবে।

নকশীকাথাঁ বিপনী বিতানের পরিচালক ফরিদা পারভীন বলেন, আমরা মন্ত্রণালয়ের সব শর্ত ও স্বাস্থ্যবিধি মেনেই দোকান খুলতে চাই।

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঈদের আগে দোকান খুলতে ব্যবসায়ীরা একমত হয়েছেন। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের শর্তাবলীর বাইরে অতিরিক্ত ৯টি শর্ত দিয়ে তাদের সচেতন করেছি।ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মাথায় রাখার অনুরোধ জানাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।