মাধবপুরে পেট্রোল পাম্প বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করেছে প্রশাসন
মাধবপুরে পেট্রোল পাম্প বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করেছে প্রশাসন
পিন্টু অধিকারী মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: মরনব্যাধি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে যাত্রীবাহী যানবাহন সিএনজি, অটোরিক্সা ও লেগুনাসহ জ্বালানী সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান। বৃহস্পতিবার (৯এপ্রিল) এ আদেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধবপুর উপজেলার সকল পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনসমূহ হতে সকল প্রকার যাত্রীবাহী যানবাহনে সিএনজি অটোরিক্সা ও লেগুনাসহ জ্বালানী সরবরাহ বন্ধ রাখার নির্দেশ মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের তবে সকল প্রকার রোগী বহনকারী ও সরকারি কাজে নিয়োজিত যানবাহন এর বহির্ভূত থাকবে।
উক্ত আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন জানান মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান।