প্রধানমন্ত্রীকে অবমাননা: মধুখালী ছাত্রলীগের বিক্ষোভ
সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেন হোসেন আলালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬ টায়
টায় মধুখালীতে রেলগেট এলাকায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন মোল্যা, সহ সভাপতি মোঃ নাজমুল, মোঃ মিলন, মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, সাধারন সাম্পাদক মেহেদী হাসান বাবলু সহ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোয়াজ্জেন হোসেন আলালের অবমাননাকর মন্তব্যের কারনে ছাত্রলীগ নেতা কর্মীরা তার প্রতীকী ছবিতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়।