হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সঙ্গে প্যানেল আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ জুলাই) ব্লাস্ট ফরিদপুর ইউনিট কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহিদ ব্যাপারীসহ ২৫ জন আইনজীবী এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- ব্লাস্টের ইউনিট সমন্বয়কারী এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।
এ সভায় ২০২৪ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত ইউনিটের কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন পাঠ করেন ব্লাস্টের সালিশ কর্মকর্তা ফারাহ দীবা। কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তার একটি সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন স্টাফ ল’ইয়ার এ্যাডভোকেট অর্চনা দাস।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নানাবিধ সুপারিশ প্রদান করেন- যেখানে ক্লায়েন্ট, ব্লাস্ট এবং আইনজীবীর মধ্যকার আন্তঃসম্পর্ক বৃদ্ধি করার উপর গুরুত্ব দেয়া হয়।
প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
তাং: ০৯-০৭-২০২৪ ইং