মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -০৯/১২/২০২৪
ভাঙ্গা খুলনা মহাসড়কের নাগারদিয়া বাসস্ট্যান্ডে সোমবার রাত সাড়ে আটটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে । এসময় অপর আরোহী আহত হয়েছে ।
নিহত দুই বন্ধুরা হলেন, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরদোসর্দি গ্রামের হাবিব সরর্দারের পুত্র তাজিম সর্দার (২২) ও পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের পুত্র শাওন মাতুবের( ২৫)।
এ সময় আহত হয়েছে বড়দিয়া গ্রামের মিজানুর রহমানের পুত্র খালিদ শেখ (১৮)।
এ ব্যাপারে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিদ জুবায়ের নাদিম জানান, রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনার দুজন নিহত হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। তকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গাও ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনস্থল থেকে একজনের মরাদেহ উদ্ধার ও একজনকে ভাঙ্গা হাসপাতাল আনার পথে নিয়ত হয়েছে। আরেকজন গুরুতর আহতকে ঢাকা পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকী জানান, ভাঙ্গার পাশে নাগারদিয়া নামক স্থানে দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছাই। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে ও অপরজন হাসপাতাল আনার পথে নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশ কাজ করছে।