• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ চার জয়িতাকে সন্মাননা পদক প্রদান

কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চার জয়িতাকে সন্মাননা পদক প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে একই স্থানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া’র সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে দেশব্যাপী পরিচালিত জয়তি অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চারটি ক্যাটাগারীতে চারজন নারীকে উপজেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ জয়িতা’র সন্মানে ভূষিত করা হয়। চার ক্যাটাগরিতে নির্বাচিত নারীর মধ্যে রয়েছে সফল জননী নারী দেবকী রানী বিশ্বাস, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে হিরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মনিতারা মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নাসরিন সুলতানা।

কবীর হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
৯.১২.২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।