মোঃ ইনামুল হাসান মাসুম:
মুজিব শত বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের দেয়া ঘরের বাসিন্দাদের খোঁজ নিতে ছুটে গিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
বুধবার (৯ মার্চ ২০২২) বিকালে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুরে নির্মিত আশ্রায়ণ প্রকল্পে ছুটে যান তিনি। এ সময় বিভাগীয় কমিশনার আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত মানুষের সুখ-দুঃখের কথা শুনেন এবং নানাবিধ খোজ খবর নেন। এছাড়া তাদের হাতে তুলে দেন উন্নত মানের খাদ্য সামগ্রীর প্যাকেজ এবং শিশুদের হাতে তুলে দিয়েছেন চকলেট।
খাদ্য সামগ্রী তালিকায় রয়েছে; ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লাবন, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিরা, ৫০০ গ্রাম নুডুলস সহ অন্যান্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সহকারী কমিশনার ভূমি লাভলী ইয়াসমিন, ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।
বিকালে উদ্ধর্তন কর্মকর্তারা কোশাগোপালপুরের আশ্রয়ন প্রকল্পে পৌছানোর আগেই সেখানে দেখা যায় যেন এক উৎসব আমেজ। সকলের চোখে-মুখে আনন্দ। ঢাকা থেকে কমিশনার স্যার আসছে, ডিসি, ইউএনও স্যার আসছে আমাদের খোঁজ নিতে- এমনই বুলি দেখা যায় তাদের মাঝে। বাঁচ্চারাও ছুটছে এদিক-সেদিক, আবার কারো হাতে ফুলের তোরা, স্বাগত জানাবেন অতিথিদের! অপেক্ষার অবসানও হলো, হাজির হলো তারা।
প্রথমেই সবাই মিলে অতিথিদের সালাম বিনিময় করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। এরপর বরণ করে নেন আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা। এ সময় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের বাসিন্দারা কেমন আছেন? জানতে চান বিভাগীয় কমিশনার। খুশিতে আত্মহারা হয়ে জবাব তাদের- আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা।
আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে মিশে একাকার হয়ে যান অতিথিরা, ঘুুরে ঘুরে বাসিন্দাদের সাথে কথা বলেন এবং সকলের খোঁজ খবর নেন। এরপর বাচ্চাঁদের হাতে দেন চকলেট এবং সকল বাসিন্দাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।