নিজস্ব প্রতিবেদক:
শওকত আলী ইসলামী পাঠাগার ও সেবা সংঘ (প্রতিষ্ঠাতা: আলহাজ্ব হাফেজ শওকত আলী বড় হুজুর রহ.) এর উদ্যোগে মুফতি এমদাদুল হক ও হাফেজ মাওলানা খবীর উদ্দীন এর পরিচালনায় ছোট মুজকুরনী মাদ্রাসা মাঠে জীবন শীর্ষক আলোচনা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ মার্চ ২০২২ইং সকাল ১০ টায় পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত আলোচনা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরকত পূর্ণ এই ওলামা সম্মেলনে হাজার হাজার ধর্ম-প্রাণ মুসল্লীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
ফরিদপুরের ভাংগা উপজেলাধীন
হামিরদী ইউনিয়নের ছোট মুজকুরনী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে বিশাল এই ওয়াজ মাহফিল। এতে দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা হাসান জামিল সাহেব ও রাফি বিন মনিরসহ অসংখ্য উলামায়ে কেরামগনের আগমনে মুখরিত ছিলো মাদ্রাসা প্রাঙ্গণ ও শওকত আলী ইসলামী পাঠাগার এলাকা।
বৃহত্তর ফরিদপুরের শীর্ষস্থানে ওলামা মাশায়েখদের পদচারণা ও বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি স্থানীয়দের মাঝে এক নবজাগরণ সৃষ্ট হয়।
শওকত আলী ইসলামী পাঠাগার ও সেবা সংঘের মাহফিলে আরো যারা নছিহত পেশ করেছেন; মুফতি কামরুজ্জামান সাহেব, আল্লামা হেলাল উদ্দিন সাহেব, মাওলানা আবুল হোসাইন সাহেব, মুফতি মাহমুদুল হাসান ফায়েক সাহেব, মাওলানা আকরাম হুসাইন সাহেব, মুফতি ইসমাতুল্লাহ কাসেমী, মুফতি আব্দুল কাইউম সাহেব, মুফতি সাঈফ মাহমুদ সাহেব, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী সাহেব, মাওলানা ইসমাইল হোসেন সাহেব, হাফেজ আব্দুস সালাম সাহেব সহ স্থানীয় ওলামায়ে কেরামগন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন।
মাহফিলের যাবতীয় কার্যকম অত্যান্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় হাফেজ শওকত আলী বড় হুজুর রহঃ ইসলামী ও সেবা সংঘ এলাকাবাসীদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান এই মাহফিলে সমবেত হয়ে দ্বীনি- নছিহত শ্রবন করে পাপ মুক্তির জন্য আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় আম বয়ানের মাধ্যমে মাহফিেলর কার্যক্রম শুরু হয়। এরপরে হেদায়াতি বয়ান পেশ করেছেন আল্লামা হাসান জামিল সাহেব ও
মুফতী রাফি বিন মুনির।
রাত ১২টার দিকে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়। দোয়া ও মুনাজাত পরিচানলা করেন, মুফতী ইসমাতুল্লাহ কাসেমী, পীর সাহেব নগরকান্দা।