কিম জং-উনের অন্তর্ধান রহস্যের ভেতর চীনের গণমাধ্যম জানাল, নভেল করোনাভাইরাস থেকে উত্তর কোরিয়ায়কে রক্ষায় সব রকম সাহায্য করতে রাজি দেশটি।
উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে মৌখিক বার্তা পাঠানোর পর চাইনিজ স্টেট মিডিয়া জানিয়েছে, কিমের বার্তা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ।
উত্তর কোরিয়া সেই জানুয়ারি থেকে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়। এমনিতে তাদের দেশ থেকে অন্য দেশে সহজে ভ্রমণও করা যায় না।
সরকারের বিশেষ অনুমতির দরকার পড়ে। তাও সাধারণ মানুষকে এই অনুমতি দেয়া হয় না।
উত্তর কোরিয়া দাবি করে আসছে, তাদের দেশে এখনো কোনো করোনা রোগী পাওয়া যায়নি। কিন্তু চীনের এই সাহায্য করার কথা থেকে ধারণা করা হচ্ছে, সেখানেও হয়তো মহামারী শুরু হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কভিড-১৯ রোগে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩৯ লাখ ৩৫ হাজার ৮২৮ জন আক্রান্ত হয়েছেন। ২ লাখ ৭৪ হাজার ৬৫৫ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৯ হাজার ৩০৬ জন।