ছবি- সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি
সালথা’য় মুজিব শতবর্ষ পালনের প্রস্তুতি সভা!
ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গট্রি ইউনিয়নের পাটপাশার গট্রি গ্রামের সৈয়দ শাহ হামিদউল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র ও রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু।
অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক কাজী শাহ জামান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাহিন, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমুখ।