সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ এর পিতার আজ ২৮তম মৃত্যু বার্ষিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ 4 বছর আগে
521 বার দেখা হয়েছে
০
মরহুম শেখ মানিক( মৃত্যু ১৯৯২ সাল)
আজ ১০ অক্টোবর ফরিদপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি ও ফরিদপুর এক্সপ্রেস ডটকম এর সম্পাদক শেখ ফয়েজ আহমেদ এর পিতা মরহুম শেখ মানিক এর ২৮ তম মৃত্যু বার্ষিকী।
তিনি (শেখ মানিক) ১৯৯২ সালের এই দিনে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব গোয়ালচামটস্থ খোদা বক্স রোডে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
স্থানীয় ভাবে মিলাদ মাহফিলসহ কিছু দোয়া কর্মসূচি পালন করবে পরিবার ও ফরিদপুর এক্সপ্রেস ডটকম পরিবার।
সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ তাঁর পিতার আত্মার শান্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন।