নিরজ্ঞন মিত্র ( নিরু),ফরিদপুর:
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নব নির্বাচিত পৌর মেয়র অমিতাভ বোস প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক কে এম সেলিম, এ্যাড. বদিউজ্জামান বাবুল, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজী মোমিতুল হাসান বিভুল সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।
আলোচনা সভা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।