• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং
ফাইজারের টিকা সাইবার হামলার শিকার

ছবি প্রতিকী

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ সংস্থার কাছে জমা দেয়া ফাইজারের করোনা টিকার তথ্যে হানা দিয়েছে হ্যাকাররা।

দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) জানিয়েছে, তারা সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা কভিড-১৯ প্রতিরোধী টিকা সংক্রান্ত তথ্য সংগ্রহে অনুপ্রবেশ করেছে।

বায়োএনটেক জানায়, টিকা অনুমোদনের জন্য তারা ইএমএ’তে তথ্য জমা দিয়েছিল।

সেসময় এ সাইবার হামলা হয়।
মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের সঙ্গে যৌথভাবে করোনার টিকা আবিষ্কার করেছে জার্মান জৈবপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানটি।

বিবিসি জানায়, দুইটি টিকা অনুমোদনের বিষয়ে কাজ করছে ইএমএ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এই সময়ের মধ্যে সাইবার হামলার শিকার হতে হবে এমনটা ধারণা ছিল না বায়োএনটেকের।

সাইবার হামলার বিষয়টি এক বিবৃতিতে নিজস্ব ওয়েবসাইটে স্বীকার করেছে ইএমএ। এ বিষয়ে সেখানে বিস্তারিত কিছু বলা হয়নি।

ফলে হ্যাকিংয়ের ধরণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে একটি পূর্ণ তদন্ত শুরু হয়েছে।

ইএমএ’র একজন মুখপাত্র জানান, সাইবার হামলাটি এখনো ‘কার্যকরী। ’

বায়োএনটেকের এক বিবৃতিতে বলা হয়, তাদের টিকা সংক্রান্ত তথ্যে অনুপ্রবেশের বিষয়টি ইএমএ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ইউরোপীয় ওষুধ সংক্রান্ত এজেন্সিটি তাদের নিশ্চিত করেছে যে, এ হামলা তাদের কোনো ধরনের প্রভাব ফেলবে না।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ওষুধের অনুমোদন দিয়ে থাকে ইএমএ। করোনা প্রতিরোধে ফাইজার ও মডার্নার টিকা অনুমোদন দেয়ার প্রক্রিয়ায় আছে সংস্থাটি।

ফাইজারের টিকার তথ্য হ্যাকিংয়ের শিকার হলেও মডার্নার টিকাটির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ইতিমধ্যে ফাইজারের টিকা দেয়া শুরু করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ৯০ বছরের এক বৃদ্ধাকে দিয়ে দেশটিতে শুরু হয় গণ টিকাদান কর্মসূচি। শিগগিরই টিকাটির প্রয়োগ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রও।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।