• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধার ইন্তেকাল

করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন মৃধা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন) আজ বেলা ১১.০০ টায় ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে,১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত ২৩ জুন তিনি করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। করোনা টেষ্ট করা হলে তা পজিটিভ আসে। তিনি ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে সদর ৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ২ আসনের সাংসদ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ১আসনের সাংসদ মঞ্জুর হোসেন বুলবুল, ৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান,     জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুবোল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন শোক প্রকাশ করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।