অসহায় মানুষের পাঁশে পূর্বখাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাব
সোহাগ জামান,ফরিদপুর প্রতিনিধি।১৯৫০ সালে প্রতিষ্ঠিত পূর্বখাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাবটির মাধ্যমে বিভিন্ন সময় এলাকার দ্ররিদ্র খেলোয়ারদের সহযোগীতা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড অংশ গ্রহন করে আসছে। আজও তার ব্যতিক্রম কিছু নয়।এই ক্লাবটি এগিয়ে এসেছে সমাজের অসহায় মানুষের প্রতি।
বাংলাদেশের বিভিন্ন জেলায় করোনার সংক্রমন দেখা দেওয়ায় ফরিদপুর জেলাকে করোনা পিরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে গত ২৬ মার্চ থেকে ফরিদপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ ঘোষনা করে ফরিদপুর জেলা প্রশাসন।জেলার ঔষধ ও খাবার দোকান ব্যতিত সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পরেছে সমাজের নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষেরা।আর কর্মহীন এই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে পূর্বখাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাবের একদল তরুন সদস্য। পূর্বখাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাবের তরুন সদস্যরা দেশের দূর্যোগপূর্ন সময়ে সমাজের অসহায় মানুষের পাশে থাকার জন্য একটি ত্রান তহবিল গঠন করে। ক্লাবের সকল সদস্য ও এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় এবং
পূর্বখাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাবের সদস্য কামরুল হাসান ডেভিড, মোঃ মোজাম্মেল মিয়া, আবুল কালাম আজাদ, ইমতিয়াজ দ্বীপ, আলামিন লিপু, আশিকুর রহমান খান, আকন্দ কাউসার, মল্লিক প্রিন্স, খাঁ কাউসার, প্রিন্স, তানিম, ঝিল্লুর তত্ত্বাবধানে সমাজের অসহায় গৃহবন্দি মানুষের মাঝে ত্রান সামগ্রি বিতরন করা হয়।
৭এপ্রিল ১ম ধাপে সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় গৃহবন্দি হয়ে থাকা সমাজের নিন্ম আয়ের খেটে খাওয়া ৩শত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন,আলু, আটা,সাবান বিতরন করা হয়।
পরে ৯এপ্রিল ২য় ধাপে আরো মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে গোপনীয়তা রক্ষা করে সমাজের মধ্যবিত্ত ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় পূর্বখাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাবের সদস্য ও ত্রান সহায়তার উদ্দ্যোগক্তা কামরুল হাসান ডেভিড বলেন, দেশ এখন এক দূর্যোগপূর্ন সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে।আর এই দূর্যোগে মানুষ হয়ে মানুষের পাশে থাকার জন্য আমরা পূর্বখাবাসপুর স্পোর্টস ক্লাবের উদ্দ্যোগে এ কার্যক্রম শুরু করেছি।আমারা সমাজের নিন্ম আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মাঝে গোপনীয়তা রক্ষা করে খাদ্য সামগ্রী দিয়ে আসছি। কেননা বর্তমানে নিন্মবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো পরিস্থিতির শিকার। যার ফলে আমরা খাদ্যসামগ্রী বিতরনের সময় কোন ফটোসেশন করছি না।
এসময় ক্লাবের আরেক সদস্য মোঃ মোজাম্মেল মিয়া বলেন, আল্লাহ্ চাইলে এই দূর্যোগ আমরা ইনশাআল্লাহ্ কাটিয়ে উঠতে পারবো। আর দূর্যোগ পরবর্তী সময়ে এই অসহায় মানুষগুলোকে যেন কেউ ভিক্ষারি না ভাবে সে জন্য আমরা খাদ্য সামগ্রী বিতরনের সময় গোপনীয়তা রক্ষা করে চলেছি।
পূর্বখাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাবের এ কার্যক্রম দূর্যোগ চলাকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান ক্লাব কতৃপক্ষ।