• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
সালথায় দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে আমেনা-রশিদ ফাউন্ডেশন

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় আমেনা-রশিদফাউন্ডেশন, বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস এসোসিয়েশন ও রোটারী ক্লাব অব ঢাকা ইস্ট এর যৌথ উদ্যোগে সালথা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ৫ শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এসময় আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইদ্রিস আলী মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার মিত্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান ও সমাজসেবী জোবায়দা আক্তার মিরা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, অগ্রনি ব্যাংক কর্মকর্তা আরিফ হোসেন, শিক্ষক সাহেবুল ইসলাম, সমাজ সেবক মুন্জু মাতুব্বার প্রমুখ।

আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কটন এসোসিয়েশনের যুগ্মসাধারণ-সম্পাদক ইদ্রিস আলী মোল্যা বলেন, আমার ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অফ ঢাকা ইস্ট এর পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে আমরা সবসময় সেবা প্রদানের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে এই কম্বল বিতরণ করা। ভবিষ্যৎতে আমাদের এই সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

১০ জানুয়ারি ২০২৫

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।