নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ অক্টোবর) সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে এ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলায় ইলিশ আহরণ বিষয়ে ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় ২৮ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ থাকবে। এবং নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কঠোর ভাবে বাস্তবায়ন করার কথা বলেন। এবং ছিটকে চুরি ও বিভিন্ন স্থানে ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালন করতে, আইনশৃঙ্খলা সংস্থাগুলোর উপরে গুরুত্ব আরোপ করেন।
এ ছাড়াও বিভিন্ন পর্যায়ে কিশোরদের আড্ডা, মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ জেলার আইন শৃঙ্খলা নিয়ে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, হাইওয়ে পুলিশ সুপার
মাহাবুবুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, প্রফেসর মোঃ শাহজাহান, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ নজরুল ইসলাম,
প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেম, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমূখ।
অনুষ্ঠানটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হক।
এসময় পৌর মেয়রগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ কমিটির সদস্য বৃন্দদের অংশগ্রহনে জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।