• ঢাকা
  • সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
সালথা’য় হতদরিদ্রদের রেশনের ১৪ বস্তা চাল জব্দ, এক লাখ টাকা জরিমানা।

ডিলারের লাইসেন্স বাতিল

সালথা’য় হতদরিদ্রদের রেশনের ১৪ বস্তা চাল জব্দ, এক লাখ টাকা জরিমানা।

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:               সালথায় গ্রামপুলিশের বাড়ী থেকে হতদরিদ্রদের রেশনের ১৪ বস্তা চাল জব্দ। ডিলার ওগ্রামপুলিশকে এক লাখ টাকা জরিমানা, ডিলারেরলাইসেন্সবাতিল এবং গ্রাম পুলিশকে সাময়িক বরখাস্ত।ফরিদপুরের সালথায় হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির রেশনের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসমাইল হোসেন যদুনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রামপুলিশ মুরাদ কাজীর বাড়ী থেকে হতদরিদ্রদের রেশনের ১৪ বস্তা চাল জব্দ করেন।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আলীমুজ্জামান নয়নকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং তার লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া উপজেলার যদুনন্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রামপুলিশ মুরাদ কাজীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, ৩০ কেজি ওজনের মোট ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এই চাল করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে। যে ভোক্তারা গ্রামপুলিশের কাছে চাল বিক্রি করেছেন তাদের চিহ্নিত করে, তাদের রেশন কার্ড বাতিলের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।