• ঢাকা
  • রবিবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির শোক প্রকাশ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এ্যাড. সাহারা খাতুনের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।

আজ শুক্রবার (১০ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শোক বার্তা প্রেরণ করেন।

শোকবার্তায় ড. রাশিদ আসকারী বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালাম। দেশ ও দশের প্রতি তাঁর অবদান এ জাতি সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অপর পৃথক পৃথক শোকবার্তায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড. সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। শোকবার্তায় তাঁরা বলেন, সাহারা খাতুন আওয়ামী লীগের দুঃসময়ের নেত্রী। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমাদের অনুস্মরণ করা প্রয়োজন। তাঁরা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।