• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর পৌরসভার নব-নির্বাচিত চেয়ারম্যান অমিতাভ বোসের দায়িত্ব গ্রহণ

নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস এর হাতে দায়িত্ব অর্পণ করছেন সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু

মানিক কুমার দাস, ফরিদপুর ১০ জানুয়ারি :

ফরিদপুর পৌরসভার নব-নির্বাচিত চেয়ারম্যান অমিতাভ বোস দায়িত্ব গ্রহণ করেছে।

ফরিদপুর পৌরসভা হবে নাগরিকদের সেবার আশ্রয়স্থল,নাগরিকরা যাতে শান্তিপূর্ণভাবে পৌর সেবা পায় তা শতভাগ নিশ্চিত করা হবে ‌। একই সাথে নাগরিকরা যেন মেয়রের কাছে মন খুলে কথা বলতে পারে এবং তাদের সমস্যার সমাধান পায় সে ব্যাপারে আমার আন্তরিকতার কোন ত্রুটি থাকবে না।

রবিবার সকালে ফরিদপুর পৌরসভা চত্বরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে নবনিযুক্ত মেয়র অমিতাভ বোস উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন আমি জনগণের সেবার জন্য নিজেকে উৎসর্গ করছি। জনগণ যাতে স্বাধীনভাবে পৌরসভায় এসে তাদের মতামত ব্যক্ত করতে পারেন সেজন্য পৌরসভা দরজা সব সময় খোলা থাকবে।
আপনারা আমাকে যে ভালোবাসা দিয়ে পৌরসভা মেয়র নির্বাচিত করেছেন তার মর্যাদা আমি রক্ষা করতে সচেষ্ট থাকব।
তিনি ফরিদপুর পৌরসভাকে জনগণের নিজস্ব পৌরসভা মনে করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন সবাই মিলে একসাথে কাজ করলে ফরিদপুর পৌরসভাকে সারা দেশের মধ্যে এক নম্বর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। তিনি পৌরসভা পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌরসভার বিদায়ী মেয়র শেখ মাহাতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, নবনির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা, কুদ্দুসুর রহমান, ও হেলেনা খানম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি ফরহাদ হোসেন বিশ্বাস।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সচিব তানজিলুর রহমান ও জাহিদুর রহমান। এরপর অমিতাভ ঘোষ মেয়র হিসেবে তার কার্যক্রম শুরু করেন।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ব্যক্তিবৃন্দ ‌ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে তাকে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । একই সাথে তার সকল কাজে পৌর কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে সভায় জানানো হয়।
এর আগে মঞ্চে তাকে বিদায় দিনের দায়িত্ব বুঝিয়ে দেন পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু।

মঞ্চে উপবিষ্ট নব-নির্বাচিত মেয়র অমিতাভ বোস, সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু, কাউন্সিলর সহ অতিথিবৃন্দ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।