দিনাজপুরে জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচী
দিনাজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ” জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচী”অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ জুন) বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে ডা মোহাম্মদ আবদুল মোকাদ্দেস – উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিরল, দিনাজপুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা.মো.আব্দুল কুদ্দুস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবের মো. শোয়েব – সহকারী কমিশনার( ভূমি); ডা. এএসএম ইকরাম- আবাসিক মেডিকেল অফিসার প্রমুখ।