মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় গট্টি ইউনিয়ন পরিষদ চত্তরে এ অনুশীলন অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর স্থানীয় সরকার উপপরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ আসলাম মোল্যা। বিশেষ অতিথী হিসেবে ছিলেন, ইএএলজি, ইউএনডিপি প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল হক, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার, প্রোগ্রাম এনালিস্ট মোঃ মোজাম্মেল হক, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আজিজুল হক সর্দার, মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মোসাঃ জাকিয়া সারমিন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।
উক্ত ওয়ার্কসপে কনসালটেন্ট হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষনা কর্মকর্তা মোঃ রাফিদ আবরার মিঞা।
১০ মার্চ ২০২২