• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনায় কৃষক দলের নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনায় উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহত গৃহবধূ রাশিদা বেগমের (৩৭) পিতা আবু সাইদ মোল্যা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় এ মামলা করেন। আবু সাইদ উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর গ্রামের বাসিন্দা। আসামীরা হলেন, আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকার মৃত. মোস্তফা মোল্যার ছেলে আরব আলী (৩৮), আরব আলীর দুই ভাই মো. আজগর হোসেন (৫০), আশরাফ আলী (৪৫) ও আরব আলীর বোন মর্জিনা বেগম (৫৫)।

মামলা সূত্রে জানা যায়, বিগত ১৯ বছর আগে আরব আলীর বড় ভাই সৌদি প্রবাসী আজগার হোসেনের সঙ্গে পারিবারিকভাবে আবু সাইদ মোল্যার মেয়ে রাশিদা বেগমের বিবাহ হয়। তাদের বিবাহিত সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে। তবে বিবাহের পর থেকেই স্বামীর সংসারে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন গৃহবধূ রাশিদা বেগম। এমনকি স্বামী আজগার হোসেন প্রবাসে থাকলেও মোবাইলে তার পরিবারের সদস্যদের প্ররোচনা দিয়ে গৃহবধূ রাশিদা বেগমের ওপর নির্যাতন চালাতো। বিষয়টি নিয়ে বহুবার স্থানীয় ও প্রশাসনিকভাবে শালিস বিচারও হয়েছে। কিন্তু তারপরও অত্যাচারের মাত্রা দিনদিন বাড়তে থাকে।

একপর্যায়ে গৃহবধূ রাশিদা বেগম তার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আরব আলীর বসতঘরে সকলের অজান্তে ঘাস মারা বিষ পান করেন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরেরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে একদিন চিকিৎসা করানোর পর গৃহবধূ রাশিদা বেগমের শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ ডিসেম্বর দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা গাঁ-ঢাকা দিয়েছেন বলে তাদের কোন বক্তব্য জানা যায়নি। জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা কৃষকদলের আহবায়ক হাদী জিয়া জানান, শুনেছি উপজেলা কৃষকদলের সদস্য সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে বিষয়টি তাদের পারিবারিক।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ ১০. ১২.২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।