ফরিদপুরে ভিজিডির চাল উদ্ধার
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ও দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিডির চাল নিয়ে চলছে নানা ধরনের দুর্নীতি। সেই খাতায় এবার যোগ হলো ফরিদপুরের নাম। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকার তিন স্থানে অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্যে বরাদ্দ দেয়া ভিজিডির চাল পাচারকালে মোট ২১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(০৯-০৪-২০) বিকেলে ভ্যানে করে এ চাল নেওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে ভ্যানটি আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগীতায় চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল অম্বিকাপুর রেল ব্রীজ সংলগ্ন স্থানে স্থানীয়দের আটকে রাখা ভ্যান থেকে আট বস্তা চাল উদ্ধার করা হয়। পরে ভ্যান চালকের স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার আক্কাস শেখের বাড়ীতে অভিযান চালিয়ে আরো নয় বস্তা এবং অম্বিকাপুর পুরাতন বোর্ড অফিস থেকে আরো চার বস্তা মোট ২১ বস্তা চাল উদ্ধার করা হয়।
তিনি জানান, খবর পেয়ে আক্কাস শেখ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।