মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সালথায় উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের মাঝে সেচ মেশিন বিতরণ করা হয়েছে।
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের অর্থায়নে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সেচ ব্যবস্থাপনার জন্য ১০টি স্যালো মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা হলরুম এ সেলো মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।
সেলোমেশিন বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আনন্দ কুমার বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান প্রমূখ।