• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

মুকুল হোসেন, বাগমারা, রাজশাহী : করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজশাহীর বাগমারা উপজেলা মাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি’র সভাপতি ডি. এম জিয়াউর রহমান জিয়ার যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় লাড়ুপাড়া মডেল হাইস্কুল চত্বরে কর্মহীন, অসহায়, হতদরিদ্র নিম্ন আয়ের দুইশত জন নারী পুরুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, আলু, তৈল এবং মাস্ক। মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে ত্রাণ সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। ত্রাণ বিতরণ পূর্ব সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ডি. এম জিয়াউর রহমান জিয়া, বাগমারা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল,আহবায়ক কমিটির সদস্য আসলাম হোসাইন, হুজুর আলী, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শাহীন রেজা শাহীন প্রমুখ। অন্যান্যদের মাঝ উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক আহসান হাবিব, ভবানীগঞ্জ পৌরযুবদল আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাস,মামুনুর রশীদ, মাড়িয়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন মালা,বিএনপি নেতা মনিরুজ্জামান চঞ্চল,হামির কুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব,দেওয়ান মামুনুর রশীদ,মাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক রুবেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ অন্যরা। বাগমারা উপজেলা বি. এন. পি’র দলীয় সূত্রে জানা গেছে বাঁকি ১৫ টি ইউনিয়ন এবং ০২ টি পৌর সভায় পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বি. এন. পি’র সভাপতি ডি. এম জিয়াউর রহমান জিয়া ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ তাঁদের সংক্ষিপ্ত বক্তৃতায় বাগমারা উপজেলা শাখা বি. এন. পি এবং এর অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা- কর্মীদের সামর্থ্যানুযায়ী নিম্ন আয়ের মানুষের জন্য সাহায্য সহযোগীতার আহ্বান জানিয়েছেন। সভায় বক্তারা উল্লেখ করেন, ত্রাণ বিতরণে আমাদের অনেক স্থানে বাধা দেয়া হচ্ছে, এমন কী আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। ত্রাণ বিতরণকালে জাতীর এ দুর্যোগ মুহূর্তে সর্বদলীয় জাতীয় কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।