মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-১০/০৮/২০২৩
ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রাকৃতিক দুযোর্গে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের পাশে বর্তমান সরকার সব সময় আছে। দুযোর্গে ক্ষতিগ্রস্থরা কখনই হতাশ হবেন না। আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও তার নির্দেশনায় ফরিদপুর-৪ আসনে আমি সর্বদা আপনাদের পাশে থাকব।
বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুযোর্গে ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারের মধ্যে নগত তিন হাজার টাকা ও এক বান্ডিল ঢেউটিন বিতরন অবুষ্টানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী। তিনি এসময় আগুনে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, আগুন ব্যবহারে প্রতিটি পরিবারকে আরো সচেতন হতে হবে। আগুনের সামান্য অবহেলা একটি পরিবারকেই নয় একাধীক পরিবারকে সর্বশান্ত করে দেয়।
এমপি নিক্সন চৌধুরীর ব্যক্তিগত তহবিল ও উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহর্ী কর্মকতার্ আজিমউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ প্রমুখ।