ফরিদপুর জেলা প্রতিনিধি
রিয়াজ শেখ নামে এক যুবকের হাত কেটে দ্বিখন্ডিত করার ২৪ ঘন্টার মধ্যে ফরিদপুর ও কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত ২ আসামীকে আটক করেছে র্যাব ৮ সিসিপি ফরিদপুর ক্যাম্প। এ বিষয়ে ৮ ই মার্চ ফরিদপুর র্যাব অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানা যায়। র্যাব জানায়, একটি প্রেমের সুত্র ধরে গত ৬ ই মার্চ রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানাধীন শামসুল মাষ্টারের বাড়ির সামনে রিয়াজ শেখ নামে এক যুবকের হাত কেটে দ্বিখন্ডিত করে হত্যা চেষ্টা করায় একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন শামসুল মাষ্টারের পাড়ার হাশেম শেখ এর পুত্র মো: হুমায়ন শেখ (১৮) কে ১ ন ং আসামী এবং একই এলাকার মো: সালেক শেখ এর পুত্র মো: ফরহাদ শেখ (২৫) কে ২ নং আসামী করা হয়। এর পরেই র্যাব ৮ সিসিপি ফরিদপুর ক্যাম্প উক্ত মামলার আসমীদের গ্রেপ্তারের জন্য নড়ে চড়ে বসে। এরই ধারাবাহিকতায় মামলার সুত্র ও গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ফরিদপুর থেকে ফরহাদ ও কুষ্টিয়া জেলা থেকে মো: হুমায়ন শেখকে আটক করে। জানা যায়, মো: হুমায়ন শেখ (১৮) এর সাথে ঐ এলাকার পাশ্ববর্তি গ্রামের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই প্রেমের সুত্র ধরে রিয়াজ শেখ এর সাথে হুমায়ন এর মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে রিয়াজ দৌলতদিয়া রেল স্বেটশনে আসলে মামলার ২ আসামী একত্র হয়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করে। জানা যায় অভিযুক্ত মো: হুমায়ন শেখ দীর্ঘ দিন ধরে রাজবাড়ী জেলার রেল স্টেশন এলাকায় মাদক, চুরি ছিনতাইসহ নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তবে উক্ত মাদক ব্যবসায়ী র্যাবের জালে আটক হওয়ায় সাধারন জনগনের মাঝে সস্থি ফিরে এসেছে বলে মনে ক্রছে সচেতন মহল।