• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
রাজশাহীর কেশরহাট পৌরসভায় ফ্রি সবজি বিতরণ 
রাজশাহীর কেশরহাট পৌর নাগরিকদের মাঝে প্রধামন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে কাঁচা সবজি বিতরণ করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে ১০০ জন কর্মহীন গৃহবন্দী মানুষদের হাতে এসব সবজি তুলে দেন পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।সবজি বিতরণীতে মেয়র তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের থাবায় অনেক উন্নত দেশ নাগরিক সেবা এবং খাদ্যসেবা নিশ্চিত করতে পারেনি। আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি জনসাধারণের খাবার নিশ্চিত করেছেন। বিভিন্ন পর্যায়ের সুবিধা ভুগিরা ভিন্ন ভিন্ন কোটায় চাল, আলু ডাল, সবজি, ওষধ, শিশুখাদ্যসহ নগদ অর্থ সহয়তা পেয়েছেন। এসব প্রক্রিয়া অব্যাহত রয়েছে।অন্যদিকে প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক বলেন, বর্তমানে আওয়ামীলীগ মনোণিত সরকার যেসব সহয়তা চালু রেখেছেন বাংলাদেশে কোনোদিন কোনো সরকার এধরণের কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম হয়নি। আজ বহির্বিশ্বের অনেক দেশে অসংখ্য মানুষ অনাহারে দিনের পর দিন কাটায় অথচ বাংলাদেশের মানুষ অন্তত খেয়ে পরে স্বস্তিতে আছে।
জনগণ পাচ্ছে ভিজিএফ, ওএমএস, টিসিবি, কৃষি প্রণোদনা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী ভাতা অশংখ্য সুযোগ সুবিধা। অনুসন্ধান করলে দেখা যাবে প্রতিটি পরিবার কোনো না কোনো সুবিধা ভোগ করছেন। পর্যায়ক্রমে বেশিরভাগ পরিবার সরকারি সহয়তা ভোগের আওতায় এসেছে।আজ ১০ই মে রোববার দুপুরে পৌর কার্যালয়ে আয়োজিত সবজি বিতরণের সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সলর ও প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, উপজেলা যুবউন্নয়ন অফিসার রোকনুজ্জামান, কাউন্সিলর কফিল উদ্দিন, কাউন্সিলর সফিকুল ইসলাম, কাউন্সিলর মোবারক হোসেন টাইগার, নারী কাউন্সলর মোমেনা আক্তার, নারী কাউন্সিলর কোহিনুর বেগম, পৌরসভার লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটু, সহকারি কর আদায়কারী মোসলেহুর রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।