ঐতিহাসিক ফরিদপুর অম্বিকা ময়দানে অবস্হিত শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন
ধর্ষণের বিরুদ্ধে ফরিদপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদী মানববন্ধন করেছে ।
সারা দেশব্যাপী অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন করেছে ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আজ শনিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন ও সভা করেন তারা।
আবু সুফিয়ান চৌধুরী কুশলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আসমা আক্তার মুক্তা, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, ম আহমেদ নিজাম, সিরাজী -কবির খোকন, জাহিদুর রহমান জাহিদ, আলিম আল রাজি আজাদ, তন্ময় সরকার, আনিসুর রহমান, রাকিবুল হাসান প্রমূখ।
সামাজিকভাবে ধর্ষণ প্রতিরোধ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।