• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে স্কুল ছাত্রীদের মধ্যে সাইবার ক্রাইম সচেতনতা ও প্রতিরোধে এক কর্মশালার আয়োজন করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

স্কুলটির প্রধান শিক্ষক চন্দ্র শিখরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুমন রঞ্জন সরকার বলেন, “প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে। ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়া ব্যবহারে একদিকে আমাদের উপকার হচ্ছে অন্যদিকে কুফলও বয়ে আনছে। সাইবার অপরাধ প্রতিদিনই আশঙ্কা জনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাইতো এ ব্যাপারে আমাদের সচেতনতার সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাইবার অপরাধের শিকার হয়ে অনেক মেধাবী শিক্ষার্থী অকালে ঝরে যাচ্ছে। ঝরে যাওয়া নয় আমাদের উচিত হবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এছাড়া ফেসবুক সহ সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড বাবা-মা ছাড়া কাউকে শেয়ার করা যাবে না। কারণ যে কেউ যেকোনো সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড নিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে।

তিনি আরো বলেন, সাইবার অপরাধ হচ্ছে সেসব অপরাধ ;যেসব অপরাধ মোবাইল, ল্যাপটপসহ সকল ইলেকট্রনিক ডিভাইস দিয়ে করা হয়ে থাকে। তাই এসব ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের অধিকতর সচেতন হওয়ার অনুরোধ জানান।

এ সময় ফরিদপুরের সিনিয়র সাংবাদিক পান্না বালা, হারুন-অর-রশীদ, পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) রাহুল অনিক, জুলহাস মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

সাইবার ক্রাইম প্রতিরোধ সচেতনতা মূলক এ কর্মশালায় স্কুলটির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।