মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা যুবলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে ফরিদপুরের একাধিক মামলার আসামী মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিককে পুলিশ গ্রেপ্তার করায় শহরে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র মোঃ মতিউর রহমান শামীম,ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার প্রমূখ এ সময় জেলা যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ ফরিদপুরের কুখ্যাত ভূমিদস্যু, চাঁদাবাজ, টেন্ডারবাজ মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিককে পুলিশ গ্রেপ্তার করায় আনন্দ প্রকাশ করেন।তারা বলেন, সিদ্দিকের মত একজন কুখ্যাত লোক ফরিদপুরের চেম্বার অব কমার্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে ফরিদপুরের ব্যবসা বাণিজ্যকেই শুধু নয় গোটা ফরিদপুরকেই কলুষিত করেছে।তারা সিদ্দিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।