নুরুল ইসলাম, সদরপুর থেকে:
ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় এলাকায় বালুর মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি এ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল।
ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়া সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক বাহালুল মাতুব্বর, উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির সভাপতি বিল্লাল পেয়াদা, প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মুন্সী ইশারত, উপজেলা শ্রমিকদলের প্রস্তাবিত কমিটির সভাপতি মোতালেব পেয়াদা, এ্যাডভোকেট তুহিন মৃধা, ফয়সালসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ নুরুল ইসলাম
সদরপুর, ফরিদপুর।
তারিখ: ১০.১১.২০২৪
মোবাইল: ০১৭৩১-৬১৭৫৯৫