• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
গলাচিপায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আস্থা প্রকল্প সুশীলনের প্রজন্ম সমতার মিলনমেলা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় “করোনকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^” এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আস্থা প্রকল্প সুশীলনের প্রজন্ম সমতার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তন হল রুমে সকাল ১০ টায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ড অ্যাম্বাসির আর্থিক সহযোগিতায় ইউ এন এফ পি এ এবং আইন ও সালিশ কেন্দ্রের কারিগরি সহায়তায় সুশীলনের আস্থা প্রকল্পের বাস্তবায়নে প্রজন্ম সমতার মিলনমেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার এসআই মো. মহাসিন হাওলাদার, খারিজ্জমা কলেজের প্রভাষক মো. আফজাল হোসেন, বিপিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য মো. কাওসার আহমেদ ও রাজা হাবিবুর রহমান রোকন।

আরও উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের পিসি মোসা. হাসিনা পারভীন, একাউন্ট অফিসার মো. দেলোয়ার হোসেন, এসএমও মো. হাসান মাহমুদ, সিএমও বুলু রানী মিত্র, সাংবাদিক সঞ্জীব কুমার সাহা, সাংবাদিক কমল সরকার কেসমীসহ ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজ এবং আস্থা প্রকল্পের কেস ওয়ার্কারবৃন্দরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।