আলফাডাঙ্গায় দুই গ্রামের সংযোগ মাটির রাস্তা নির্মান শুভ উদ্বোধন করলেন মেয়র
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভাধীন নতুন সংযোগ রাস্তায় মাটি ফেলে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার।
আজ ৬ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা ভর কুসুমদি ত্রিনাথের চাউল চাতালের পাশে পাকা রাস্তা হইতে মাঠের মধ্য দিয়া ইছাপাশা আজিজার মিয়ার বাড়ি পর্যন্ত(পাকা রাস্তার সংযোগ) রাস্তায় এলজিএসপি-৩ এর আওতায় ৬৫০ মিটার মাটির রাস্তা নির্মান ব্যয় ৯,২৪,০০০ হাজার টাকা ৪নং ৫নং ওয়ার্ড কমিটি ও দুই কমিশনার বাস্তবায়নে সম্পন্ন করা হবে।
আরো উপস্থিত পৌর সচিব মেহেদি হাসান,পৌর উপ প্রকৌশলী শরিফুল ইসলাম, প্যানেল মেয়র আজিজুর তালুকদার,ওয়ার্ড কমিশনার সৈয়দ আলি মোল্যা, রবিউল ইসলাম,খান মিজানুর রহমান,এসএম মামুন অর- রশিদ স্হানীয় গন্যমান্য ও জনসাধারন।