• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে – ত্রাণ প্রতিমন্ত্রী

সুমন ভূইয়াঃ আজ রবিবার (১০ মে) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ঘটনাটি সঙ্গে সঙ্গে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে জানিয়েছেন । এ ঘটনায় প্রায় ৪০জনকে আসামী করে একটি মামলা হয়েছে আশুলিয়া থানায়। এব্যাপারে আমি আশুলিয়া থানার ওসির সাথে বলেছি তিনি জানিয়েছেন তারা কাজ করছেন।

উল্লেখ্য, গত বুধবার (৬ মে) সকালে আশুলিয়ার একটি বাজার পরিদর্শনে যায় আশুলিয়ার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে একটি দল।

এসময় একজন লোককে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে দুই জন লোক তখন খারাপ ব্যবহার করে এবং সরকারি কাজে বাধা দেয়। তখন ম্যাজিষ্ট্রেটকে হুমকি দিয়ে তারা বলে ‘তোদেরকে আজকে শেষ করে দিব, কিভাবে তোরা এখান থেকে ফেরত যাস’।

পরে ওই ব্যক্তিরা ৪০-৪৫জন লোক ডেকে এনে ম্যাজিস্ট্রেটের উপর হামলার প্রস্তুতি নেয়। এসময় অন্য কর্মকর্তা কর্মচারীদের সহযোগীতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার প্রধান আসামীরা হলেন, আশুলিয়া টঙ্গাবাড়ী এলাকার মৃত মজুল মাদবরের ছেলে রুহুল মাদবর, একই এলাকার কফিল উদ্দিন বেপারীর ছেলে আবু তালেব বাবু, আলি মাদবরের ছেলে আলামিন মাদবর, সাভার দক্ষিন পাড়া এলাকার মৃত হরিদাস সাহার ছেলে বিপ্লব সাহা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।